শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

আমরাও দেখব কে কাকে রুখে দেয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩

ঘূর্ণিঝড় মোখার মতো দেশের রাজনীতিতে ঝড় আসবে বলে বিএনপির মহাসচিব যে হুঁশিয়ারি দিয়েছেন, এর জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শুধুই গলাবাজি। নিজেদের দুর্বলতা ঢাকতেই এসব কথা বলছে বিএনপি নেতারা।’ গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকম-লীর বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্দলীয় সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে বিএনপির নেতারা যে বক্তব্য দিয়ে আসছেন, সেই বক্তব্যেরও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন হতে দেবে না, এমন সংকল্প! আমরাও দেখব, কে কাকে রুখে দেয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।’ ওবায়দুল কাদের বলেন, বিএনপি গরম থেকে নরম, আর নরম থেকে গরম কর্মসূচি দিয়েও কোনো ফল পায়নি। কর্মসূচির ধরন পাল্টালেও ফল পাল্টানো যায়নি। জনসম্পৃক্ততা না থাকলে সেটি সফল হয় না।
ক্ষমতার মোহ দেখিয়ে বিএনপি তাদের নেতা-কর্মীদের মাঠে হারিয়েছিল বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতারা শুরুতে কর্মীদের চাঙা করেছিলেন, পরে পিছু হটেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেন, ঘূর্ণিঝড়ে যেসব এলাকায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী খোঁজখবর নিচ্ছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দীপু মনি, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, শাম্মী আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com