বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
নতুন প্রজন্মের সবাইকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘দাম শুনেই চলে যাচ্ছেন ক্রেতারা’ গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক: ওবায়দুল কাদের ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় মাওলানা রফিকুল ইসলাম খান বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো ছয়টি রাজ্যের ভোটাভুটিতে ট্রাম্পের থেকে এগিয়ে বাইডেন জিয়াউর রহমানকে অসম্মান করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা : মির্জা ফখরুল নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ : ধর্মমন্ত্রী

ট্রেলারে জমজমাট গল্পের আভাস দিলো সুলতানপুর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন। এরইমধ্যে চলছে জোর প্রচারণা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এর গান ‘জানরে’। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’ ছবিতে ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে চমক লাগানো গায়ক স্নিগ্ধজিত গেয়েছেন গানটি। শিরোনাম ‘জানরে’। শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এ গান। এবার আলোচনায় এসেছে সিনেমাটির ট্রেলার। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল, সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’ সিনেমা। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। বৈচিত্রময় বাণিজ্যের মেঘ ঘোরে এই অঞ্চলের আকাশে-বাতাসে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর রহস্য, রোমাঞ্চ ও এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়াল। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদকপাচার, মাদকসম্রাটসহ অনেক বিষয়ই ট্রেলারে উঠে এসেছে। এসব সিনেমার প্রতি কৌতূহলী করেছে নেটিজেনদের। এমনটাই জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
গেল সোমবার রাতে ‘সুলতানপুর’ সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।
ট্রেলার মুক্তি ও সিনেমা প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি সাধারণত এখন পর্যন্ত যা নির্মাণ করেছি সেগুলোকে কন্টেন্ট বলি। তবে ‘সুলতানপুর’ আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। এই সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। সেসব চরিত্রে আমি শিল্পীদের নিয়েছি, কোনো তারকা নয়। আমার বিশ্বাস দর্শক হলে গেলে সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।’ এই সিনেমা নিয়ে অধরা খান বলেন, ‘অনেক আগে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। তার প্রায় তিন বছর এটি মু্ক্িত পাচ্ছে। আমি মনে করি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সে গল্পটা তাদের ভালো লাগবে।’
সুমন ফারুক বলেন, ‘ছবিতে আমি পুলিশের চরিত্রে কাজ করেছি। এই চরিত্রটার মধ্যে ম্যাজিক আছে। এ সিনেমার সবগুলো চরিত্রই আসলেই ডাইনামিক। দর্শকের ভালো লাগবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com