বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট জুয়ামুক্ত সমাজের সন্ধানে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে হবে দ্বিতীয় পদ্মা সেতু পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করতে পারবে অনিবন্ধিত জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন ইসলামী ব্যাংকের ৪টি সেবার উপর কর্মশালা জনাব এম. এম. সাইফুল ইসলাম শাহ্জালাল ইসলামী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন নগরীজুড়ে ছেয়ে গেছে পোস্টারে জমে উঠছে ফেসবুক প্রচারণা নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

চব্বিশেই টেনিসকে বিদায় নাদালের!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

২২ মে শুরু হচ্ছে ফরাসি ওপেন। আর তার ঠিক চার দিন আগে ফ্যানদের একটি নয়, দু’দুটি বুক ভাঙা খবর দিলেন রাফায়েল নাদাল। চোটের জন্য রোঁলা-গারোয় খেলবেন না লাল মাটির রাজা । বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তি। ১৪ বারের ফরাসি ওপেন জয়ী চোটের জন্যই ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন। ২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেন খেলেছিলেন নাদাল। অভিষেকেই রোঁলা গারোয় শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিয়েছিলেন। তারপর থেকে কখনো পয়মন্ত টুর্নামেন্টে তিনি নামেননি, এমনটা ঘটেনি। নাহলে ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টিই এই টুর্নামেন্ট থেকে আসত না। এই প্রথম নাদালহীন ফরাসি ওপেন। নাদাল এদিন এও জানিয়ে দিয়েছেন যে আগামী বছরই শেষবার তাকে দেখা যাবে টেনিস কোর্টে। প্রিয় বন্ধু রজার ফেডেরারের মতোই তিনিও টেনিসকে বলবেন আলবিদা। বিগত চার মাস নাদালকে ভোগাচ্ছে কোমরের চোট। তিনি এদিন বলেন, ‘আমি রোঁলা গারোয় খেলছি না। যতটা পেরেছি খেলেছি। বিগত চার মাস আমার জন্য খুবই কঠিন ছিল। আসলে আমি সমস্যার সমাধান খুঁজে পাইনি, যার আমি অস্ট্রেলিয়ায় সন্মুখীন হয়েছিলাম। আমি সেই মানুষই নই, যে রোঁলা গারোয় নামব আর ঠিক জায়গায় থাকব না। আমাকে সাময়িক থামতে হবে। জানি না কখন আবার অনুশীলন করতে কোর্টে নামতে পারব। হতে পারে দু’মাস বা চার মাস। আমার শরীরের জন্য ও ব্যক্তিগত খুশির জন্য যেটা ভালো মনে হচ্ছে, সেটাই করছি।’ ৩৬ বছরের নাদালের কথাতেই পরিষ্কার যে, তিনি উইম্বলডনেও খেলতে পারবেন না। অল ইংল্যান্ড ক্লাবে জুলাই মাসে শুরু টেনিসের মহাযুদ্ধ। নাদাল এই সংবাদ সম্মেলনেই জানিয়েছেন অবসরের দিনক্ষণ। তিনি বলেন, ‘আগামী বছর আমার শেষ বছর।’
আগামী সেপ্টেম্বরে ডেভিস কাপ ফাইনাল রয়েছে। নাদালের ইচ্ছা ডেভিসের হাত ধরেই টেনিসে ফেরা। ফরাসি ওপেনে ফেডেরার নেই, নাদাল নেই। ফলে নোভাক জকোভিচের সামনে ফের সুযোগ চলে আসবে ফাঁকা মাঠে গোল করার। এমনকি জকোভিচ উইম্বলডনেও সেই সুযোগ পেতে পারেন। ২২ গ্র্যান্ড স্লামের মালিক জোকারের সামনে এখন আরো দুই মহাখেতাব জয়ের হাতছানি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com