কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকদের মাঝে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে কীটনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ২২ মে সোমবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫০ জন কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীথর সভাপতিত্বে ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো। বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কৃষকদের হাতে এসব কীটনাশক স্প্রে মেশিন তুলে দেন। এসময় সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পরিষদের ভাতশালা ইউনিয়নের বিভিন্ন গ্রামের গ্রামের ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কিটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।