শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

আলী হোসেন হত্যার ঘটনায় মূলহোতা খোকন মিয়া র‍্যাব ১৪’র হাতে গ্রেফতার

রেজাউল হাসান সাফিতঃ নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

শেরপুরের নকলার কৃষক আলী হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মূলহোতা মো.খোকন মিয়া ময়মনসিংহের ফুলপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪।
খোকন মিয়া শেরপুরের নকলা উপজেলার চরভাবনা গ্রামের মো.ইদ্রিস আলীর ছেলে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব- ১৪ এর সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন।
তিনি জানান আলী হোসেন প্রতিবেশি সেলিম মিয়ার ৫০ শতক জমি বর্গা চার্ষ করতেন। জমির মালিক সেলিম মিয়ার সংঙ্গে প্রতিবেশী ইদ্রিস আলীর সাথে বিরোধ চলে আসছিল।
গত ৫ মে আলী হোসেন জমির পাকা ধান কাটতে গেলে বাধা দেয় ইদ্রিস আলী ও তার লোকজন। এক পর্যায়ে মারামারি শুরু করে,পরে কুপিয়ে হত্যা করে আলী হোসেনকে। এ সময় আলী হোসেনের ছোট ভাই শুক্কুর আলী ও ছেলে রাব্বী আহত হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে শেরপুর থানায় ১৯জনের নাম উল্লেখ করে মামলা করেন।ঘটনার পর থেকে খোকন মিয়া সহ অন্যান্য অভিযুক্তরা পলাতক ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com