সাহিত্য যেমন একটি জাতির জীবনচিত্র তুলে ধরে, তেমনি নির্মাণ করে সাংস্কৃতিক জগৎ। পৃথিবীর সব বড় বড় বিপ্লবের পিছনে প্রেরণা যুগিয়েছেন সাহিত্যিকরা। ফলে সমাজ পরিবর্তনে সাহিত্যিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রিক থেকে মদিনা রাষ্ট্র কিংবা হাল আমলের রুশ বিপ্লব, প্রতিটি আন্দোলনেই লেখক সাহিত্যিকদের গৌরব উজ্জ্বল অবদান রয়েছে। ফলে বাংলাদেশের সাংস্কৃতিক লড়াইয়ে তরুণ লেখকদের ভূমিকা রাখতে হবে। কথাগুলো বলেন বাংলা সাহিত্য অঙ্গনের অন্যতম উপদেষ্টা মুহা. মুঞ্জুরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বাংলা সাহিত্য অঙ্গনের ২০২৩ সালের জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন হয়। কবি তৌহিদুল ইসলাম আকবরকে আহ্বায়ক ও প্রাবন্ধিক কামরুজ্জামানকে সদস্য সচিব করে ১৩ সদস্যদের কমিটি ঘোষণা করেন বাংলা সাহিত্য অঙ্গনের উপদেষ্টা মুহা. মুঞ্জুরুল ইসলাম। এসভায় আরো উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য অঙ্গনের অন্যতম উপদেষ্টা নূরুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক তিতুমীর হাসান ও কবি ওয়াহিদ জামান। যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ নুরী ও কলামিস্ট রেদওয়ান রাওহা, অর্থ ও দপ্তর ম্পাদক লেখক ও গবেষক শাহাদাৎ সরকার, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমেদ, প্রকাশনা সম্পাদক রেজাউল করিম শাকিল, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম রোমান, পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, সোশ্যাল মিডিয়া সম্পাদক আবদুুর রহমান আফনান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়সাল। প্রেস বিজ্ঞপ্তি।