শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের লক্ষে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন, পূর্ণাঙ্গ উৎসবভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা প্রদানসহ বাংলাদেশ-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস’র) ১১ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রধান করেছে বাংলাদেশ-কলেজ শিক্ষক-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটি শিক্ষক নেতৃবৃন্দ। (২ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে শিক্ষক ও শিক্ষিকা নেতৃবৃন্দ বিশাল মানববন্ধন কর্মসূচি পালন ও দাবী বাস্তবায়নের জন্য সমাবেশ করে। বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি আনায়ারুল হক এর সভাপতিত্বে ও অধ্যাপক বিপ্লব দাসের সঞ্চলনায় দাবী আদায়ের সমাবেশে বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক জলিলুর রহমান কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মসিউর রহমান, অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, অধ্যাপক মোঃ কামাল চৌধুরী, অধ্যাপক দুলাল মজুমদার, অধ্যাপক আফজাল হোসেন, অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকন, অধ্যক্ষ হোসাইন মোঃ ইসরাত প্রমুখ। এসময় বক্তরা বলেন সরকার কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন অন্যদিকে শিক্ষক সমাজে একটি বৈষম্য সৃষ্টি করে রেখেছে। তারা আরো বলেন আমাদের এই দাবী যতদিন বাস্থবায়ন করা না হবে ততদিন কেহ আমরা রাজপথ ছেড়ে ঘড়ে ফিরে যাব না। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে শিক্ষক নেতৃবৃন্দ।