শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

হিলিতে ৮৬টি কোরবানির গরু প্রস্তুত সুমনের খামারে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩

আসছে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ। আর ঈদকে ঘিরে দিনাজপুরের হিলিতে সুমন সরকারের খামারে প্রস্তুত ৮৬টি বিভিন্ন উন্নত জাতের গরু। নিজেকে স্বাবলম্বী করতে গরুর খামার দিয়েছেন এই খামারি। এসব গরুর দাম সর্বনিম্ন ২ লাখ থেকে ২০ লাখ টাকা বিক্রি হবে। খামারে ১০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর খামারটি পরিদর্শন এবং চিকিৎসাসেবা দিয়ে আসছেন। হিলি চুড়িপট্টির (ক্যাম্পপট্টি) সুমনের খামারে গিয়ে দেখা যায়, খামারে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে উন্নত জাতের গরু। গরুগুলো মোটা, তরতাজা ও লালচে রঙের। আর মাত্র এক মাস পর কোরবানির ঈদ। এসব গরু ঈদের বাজারে বিক্রি করা হবে। এখন থেকেই খামারে গরু দেখতে ভিড় করছেন ক্রেতারা। খামার দেখাশোনার জন্য কাজ করেন ১০ জন শ্রমিক। তারা মাসিক বেতন হিসাবে কাজ করছেন। খামারের পাশে রয়েছে ঘাসের ক্ষেত। ক্ষেত থেকে তারা ঘাস কেটে এসব গরুকে খাওয়ায়। ঘাসের পাশাপাশি খড়, ভুষি, খৈল ও ছোলা খাওয়ানো হয়। দিনে প্রতিটি গরুর খরচ বাবদ মালিকের ব্যয় হয় ৪০০ টাকা। আবার এক একজন শ্রমিককে মাসে বেতন দেন ১৫ থেকে ২০ হাজার টাকা। কোরবানিতে গরুগুলো বাজারজাত করে অধিক মুনাফার আশা করছেন তিনি। খামারে দুইটি গাভি রয়েছে, যা থেকে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লিটার দুধ সংগ্রহ করেন খামারি। এছাড়াও এই খামারিতে কাজ করে সুন্দর ভাবে সংসার চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকরা বলেন, খামারের শুরু থেকে এখানে আমরা কাজ করি। ঘাস, খড় কেটে গরুকে খাওয়ায়। পাশাপাশি খৈল, ভুষি ও ছোলাও খাওয়ানো হয়। খামারের যতœ নিতে আমরা কোন ত্রুটি রাখি না। কোরবানি ঈদ আসতে এখনও এক মাসের বেশি সময় আছে। আমরা আরও গরুগুলোকে আকর্ষণীয় করে তুলবো। মালিক যাতে লাভবান হয় সেই ভাবে খামারের যতœ নিচ্ছি। খামারের মালিক সুমন সরকার বলেন, নিজেকে স্বাবলম্বী করতে ৪ মাসের পুজেক্ট নিয়ে খামার করেছি। আমার খামারে ৮৬টি গরু আছে, এসব গরু ২ লাখ থেকে সর্বোচ্চ দাম প্রায় ২০০ লাখ টাকা হবে। রাজা-বাদশা নামের দুইটি গরু আছে, আশা করছি তাদের ২০ লাখ টাকা করে দাম পাবো। অনলাইনে কেউ যদি আমার খামারের গরু কিনতে চান, তাহলে আমি গরু পৌঁছে দিবো। কোরবানি ঈদে গরু বিক্রি করে আবার নতুন করে সংগ্রহ করবো। সরকার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার খামারটি আরও বাড়াতে পারবো। ডাঃ মোছাঃ নাছরিন খাতুন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাকিমপুর বলেন, আমাদের হাকিমপুর উপজেলায় মোট গরু, মহিষ ও ছাগলের খামার রয়েছে ৩ হাজার ২৩৯ টি। ঈদ উপলক্ষে ১৫ হাজার ৭৩৭ টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তার মধ্যে চাহিদা আছে ১৪ হাজার ২২টি। চাহিদা ছাড়াও অতিরিক্ত রয়েছে ১ হাজার ৭১৫টি কোরবানির পশু। পৌর এলাকার চুড়িপট্টি এলাকায় সুমন মন্ডলের একটি বড় উন্নত জাতের গরুর খামার রয়েছে। আমরা প্রতিনিয়ত খামারটি পরিদর্শন করছি এবং গরুগুলোকে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আশা করছি গরুগুলো কোরবানিতে বাজারজাত করে অনেক লাভবান হবেন খামারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com