মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অসংক্রামক রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে Effect of Healthy food, Rest and Exercise on Prevention of NCDs through SBCC Activities শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন ব্যবসায়ী, সরকারি-বেসরকারি এনজিও কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। এতে ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসানের সভাপতিত্বে মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভিন, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রশিদ, প্লে ডক্টরের প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানুষের কিছু ত্রুুটিপুর্ন অভ্যাসই অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। মানুষের দিন দিন মোটা হওয়া, শ্রম বিমখতা, মাঠে খেলাধুলা না করে ডিজিটাল বিনোদনে অভ্যস্ত হওয়া, বাসায় তৈরী খাবারের বদলে রেষ্টুরেন্টে গিয়ে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়া ইত্যাদি বিষয়গুলো অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। অপরিকল্পিত খাদ্যাভাস গড়ে তোলার পরিবর্তে অতিরিক্ত চুর্বিযুক্ত খাবার, কার্বোহাইড্রেট, ফাষ্টফুড, জ্যাঙ্কফুডে বেশী অভ্যস্ত হয়ে পড়াই অসংক্রামক রোগ বৃদ্ধির প্রধান কারণ। এ ধরনের খাদ্যাভাস সম্পর্কে অজ্ঞতা, শারিরীক পরিশ্রম না করায় একটি বড় অংশের মানুষ আক্রান্ত হচ্ছে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায়। এসময় বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের নানান উদ্যোগের তথ্য তুলে ধরে সকলকে নিয়মিত শারিরীক পরিশ্রম, প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট দ্রুতবেগে হাঁটা, নিয়মিত ডায়াবেটিসের মাত্রা, ওজন ও রক্তচাপ মাপা এবং নিয়ন্ত্রনে রাখা, ধুমপান/তামাক এবং মাদক জাতীয় দ্রব্য বজন করা, অতিরিক্ত তেল ও চিনিযুক্ত খাবার পরিহার করা, নিরাপদ আসেনিকমুক্ত পানি ব্যবহার করার, মানসিক দুঃশ্চিন্তা পরিহার করার আহবান জানান। হ্যালো ডক্টরের সাবিক ব্যবস্থাপনায় কর্মশালাটি বাস্তবায়িত হয়।