মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::

কবি এ এস এম আব্দুল হালিমের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

একুশের বই মেলায় কবি এ এস এম আব্দুল হালিমের দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রন্থ দু’টির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব জনাব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জনাব মো. নজরুল ইসলাম, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী, প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, উপাচার্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য. উন্মূক্ত বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. জসীম উদ্দিন, সাবেক উপাচার্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সম্পাদক, দৈনিক যুগান্তর, জনাব কাদের গণি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং বিশিষ্ট ছড়াকার আবু সালেহ প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, লেখক, শিল্পী ও গ্রন্থপ্রেমী মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ার পার্সনের উপদেষ্টা এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব এ এস এম আব্দুল হালিম দীর্ঘ কয়েক দশক যাবৎ কাব্য সাধনা করে চলেছেন। তাঁর ৮টি কাব্যগ্রন্থ ইতোপূর্বে প্রকাশিত এবং কাব্যপ্রেমিদের প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের বই মেলায় জিনিয়াস পাবলিকেশনস এ এস এম আব্দুল হালিম-এর বাংলা কাব্যগ্রন্থ ‘বিহঙ্গকথা’ এবং ইংরেজী কাব্যগ্রন্থ ‘We Revolt’ বাজারে নিয়ে এসেছে। কবির বর্ণাঢ্য কর্মজীবন, বিস্তৃৃত পরিসর পড়াশোনা, নানা উত্থান-পতনের অভিজ্ঞতা, স্বাধীনতা, দেশপ্রেম, সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্ম-কর্ম, প্রেম এবং তীক্ষè জীবনবোধের মুর্ত কাব্য-প্রকাশ তাঁর লেখনীতে স্পষ্ট হয়ে উঠেছে মর্মে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com