এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ শ্লোগানের মধ্য দিয়ে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় ফরিদপুর স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক- বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম খেলায় বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৪৩-১৩ পয়েন্ট রাজবাড়ী জেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। এর আগে ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে, কর্নেল মিনহাজুল আবেদীন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শৈলেন চাকমা, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, টি আই মোঃ খুরশিদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তা, ফরিদপুর জেলা পুলিশের অন্যান্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন খেলাধুলা মানসিক প্রশান্তিকে বিকশিত করে। আর তাই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। এছাড়া যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বক্তারা বলেন কাবাডি আমাদের জাতীয় খেলা। কিন্তু জাতীয় খেলা হলেও অন্যান্য খেলার জনপ্রিয়তার ভিড়ে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর তাই এ প্রতিযোগিতার মাধ্যমে আবারও কাবাডি খেলা শুরু হবে এবং এখান থেকে নিয়মিত ভাবে এই খেলা গুলো আবার শুরু হবে। সর্বোপরি এখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। যারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক ভাবে দেশকে প্রতিনিধিত্ব করবে। এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মোট আটটি জোনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে মধুমতি জোনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, রাজবাড়ী জেলা দল, ঢাকা জেলা দল, শরীয়তপুর জেলা দল, গোপালগঞ্জ জেলা দল ও মুন্সিগঞ্জ জেলা দল নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।