বুধবার, ২৬ জুন ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

২৯ বছর বয়সী বান্ধবীর সন্তানের বাবা হচ্ছেন ৮৩ বছরের অভিনেতা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩

চতুর্থবারের মতো বাবা হচ্ছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো। ‘পিপল’-এর প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে, ৮৩ বছর বয়সী এ অভিনেতার নিজেই খবর নিশ্চিত করেছেন।
প্রকাশিত সংবাদে আরও জানা গেছে, এক মাস পরই আল পাচিনোর বান্ধবী নুর আলফাল্লাহ জন্ম দেবেন অভিনেতার চতুর্থ সন্তানের। পেশায় সিনেমার প্রযোজক ২৯ বছর বয়সী নুর গত বছর এপ্রিল থেকে গডফাদার খ্যাত তারকা আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। দীর্ঘ দিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডে অলিতে-গলিতে।
তারকা আল পাচিনোর জ্যেষ্ঠ সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর সাবেক প্রেমিকা। এছাড়াও আরেক সাবেক প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার জন্ম দিয়েছেন আল পাচিনো।
১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত বেভারলি এবং আল পাচিনোর প্রেম ছিল। পাশাপাশি, প্রযোজক নুরও এর আগে একাধিক সম্পর্কে ছিলেন। তার প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন।
‘গডফাদার-২’-এ আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে স্বাগত জানিয়েছেন সপ্তম সন্তানকে। নবজাতকের মা টিফানি চেন বর্তমানে রবার্টের প্রেমিকা। সদ্যোজাত কন্যার নাম তারা দিয়েছেন জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। এবার প্রবীণ বয়সে পিতৃত্বকে স্বাগত জানিয়ে সহ-অভিনেতার পথে পা রাখতে চলেছেন আল পাচিনো-ও৷
অশীতিপর এ অভিনেতা গডফাদার সিরিজ ছাড়াও অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল সিনেমায়। সম্প্রতি তাকে দেখা গেছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘দ্য আইরিশম্যান’, ‘হাউস অব গুচ্চি’, ‘দ্য পাইরেটস অব সোমালিয়া’, ‘ড্যানি কলিন্স’-এর মতো সিনেমায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com