সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

দাউদকান্দিতে এক শিক্ষার্থীর মৃত্যুর পর পাঁচ স্কুলের ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা :
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে অসহনীয় গরমে গত মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর পর আজ বুধবার সকালে বিভিন্ন স্কুলের পরীক্ষা চলাকালীন সময়ে আরো ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। বাকীদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল কর্তপক্ষ জানায়। প্রচন্ড গরমের কারন হলেও শিক্ষার্থীরা ভীত হয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান। এঘটনায় সার্বিক বিবেচনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে বলে জানান, উপজেলা নিবার্হী অফিসার মো.মহিনুল হাসান। বুধবার (৭জুন) সকালে উপজেলার গৌরীপুর সুবল আলতাফ, বিলকিস-মোশাররফ, চিনামুড়া, চশই ও তিতাসের নারান্দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থতার এঘটনাটি ঘটে। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিন্টু সরকার জানান, সারাদেশের ন্যায় একযুগে পরীক্ষা শুরু হলে সকাল সাড়ে ১০ টায় প্রথমে দুইজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে ওই দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষনিক ভাবে আরো ১৪ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে ওই শিক্ষার্থীদেরকে ও ভর্তি করা হয়। অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন, পূর্নিমা(১৫), ফাতেমা(১৩), সুমাইয়া(১৩), সাদিয়া(১৪), সামিয়া(১৪), জাকিয়া(১৩), কারিমা(১৩), আমেনা(১৩), ইকরা(১৪), সালেহা(১৪), ফাহিয়া(১৩), মাহি(১৩), সাইফুল(১৭), তাব্বাসুম(১৬), তানিয়া(১৬) ছন্দিকা(১৩), জাহিদ(১৭), খাজিজা(১৪), জাহেদা(১৬), অহি(১৪), নওহিদ(১৮) ও প্রীতি(১৪) এরা সবাই ৬ষ্ঠ, সপ্তম, অষ্ঠম, নবম ও দশম শ্রেণির ছাত্র/ছাত্রী বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম,জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আকতার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব.মোহাম্মদ আলী সুমন, উপজেলা নিবার্হী অফিসার মো.মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া। তাঁরা অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিভিন্ন খোঁজ খবর নেন। জেলা প্রশাসক শামীম আলম বলেন, অসুস্থ শিক্ষার্থীদের বিশেষজ্ঞ ডাক্তারা দেখেছেন। অসুস্থদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছে। বাকীরা অচিরেই সুস্থ হয়ে উঠবে বলে জানান। জেলা সিভিল সার্জন ডা. নাসিমা আকতার বলেন, গৌরীপুর স্কুলসহ আরো পাঁচটি স্কুলের ছাত্র/ছাত্রীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তার মধ্যে গরমে তীব্রতায় ১৭ জন ভর্তি হলে তাদের দেখাদেখি ভয় পেয়ে অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হয়ে পড়ে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অসুস্থ বেশীর ভাগই ছাত্রী। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী চলে গেছে। বাকী ৫ জনের যথাযথ চিকিৎসা চলছে। উল্লেখ্য, গত মঙ্গলবার গৌরীপুর সুবল আলতাফ উচ্চ বিদ্যালয়ে হাবিবা আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com