বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

লোহাগাড়ায় সাংবাদিক জাহেদকে মারধরের প্রধান আসামী হাসান বৈদ্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জাহেদুল ইসলাম সংবাদ সংগ্রহের সময় ক্যামেরা ছিনতাই ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি প্রতারক, ভন্ড হাসান বৈদ্যকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১০ মে) সকাল ১১ টায় লোহাগাড়া সদরের বটতলী স্টেশনস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালেক, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসী সিকদার, সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া প্রমূখ। বক্তারা বলেন, সাংবাদিক জাহেদের উপর হামলার ঘটনার ১০দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামী প্রতারক ও ভন্ড হাসান বৈদ্যকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মোহাম্মত হোসেন, লোহাগাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, ডা: কামাল উদ্দিন, দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম সবুজ, কৃষক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সাংবাদিক মাহমুদুল হক চৌধুরী, দৈনিক খবর পত্রের স্টাফ রিপোর্টার দেলোয়ার হেসেন রশিদী, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এশিয়ান টিভি প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক বাংলা টিভি প্রতিনিধি এমএএইচ রাব্বী, দপ্তর সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি আব্দুল ওয়াহাব, লোহাগাড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন খান, মুহাম্মদ সেলিম, হাজী সেলিম উদ্দিন, মো. শাহনেওয়াজ, ওসমান গণি, ডা: কালিমুল্লাহ্, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দিন প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com