নওগাঁর বদলগাছীতে কৃষি প্রযুক্তি মেলা – ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (১০ জুন থেকে ১২জুন) এই মেলা অনুষ্ঠিত হবে। ১০ জুন বেলা সাড়ে ১১ টায় একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। এই কৃষি প্রযুক্তি মেলার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। শেষে অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের দর্শনের জন্য মেলা উন্মুক্ত থাকবে।