বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

সীতাকুন্ডে বাড়ছে ন্যাড়া পাহাড়ে সবুজ বনায়ন

খাইরুল ইসলাম (সীতাকুন্ড) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

সীতাকুন্ডে বাড়ছে ন্যাড়া পাহাড়ে নীরব সবুজ বিপ্লব। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” শান্তিতে বাচঁতে হলে প্রয়োজন সবুজের ছায়া, এ শ্লোগান’কে সামনে রেখে উপজেলার ন্যাড়া পাহাড়গুলোতে সরকারী বেসরকারী উদ্যোগে লাগানো বৃক্ষরাজিতে দেখা দিয়েছে সবুজ বনায়ন। পাহাড়ে বৃক্ষরাজির বিশাল ক্যানভাস বনভূমিকে সাজিয়েছে সবুজের সমারোহ। এদিকে পিএইচপির উদ্যোগে বাড়বকু- পাহাড়ে ১৬৬ একর ভূমিতে গড়ে উঠেছে নীরব সবুজ বিল্পব। শিল্পাঞ্চলে অবস্থিত বাড়বকুন্ডের পাহাড়ে গাছে গাছে ফুল-ফল ও কলির গন্ধে ছড়িয়ে পড়েছে মনোরম সবুজের ঢেউ। এক সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বদিকে তাকালে বড় বড় গাছে ঠাসা জঙ্গল চোখে পড়তো। তখন শিয়াল, বানর, হুনুমান, হরিণ, বন মোরগ, হাতি, চিতা ও মেছো বাঘসহ অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী বিচরণ করতো। নির্বিচারে বৃক্ষ নিধন ও পাহাড় কাটার ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে পাহাড়ের সেই জৌলুস। ঐতিহ্যের সেই বিশাল বৃক্ষরাজি অল্প সময়ের ব্যবধানে উজাড় হয়ে পাহাড় পরিনত হচ্ছে ন্যাড়া ভূমিতে। পিএইচপির উদ্যোগে বাড়বকুন্ডের ন্যাড়া পাহাড়ে প্রায় ১৬৬ একর পাহাড়ি ঢালু ভূমিতে দৃশ্যমান হচ্ছে সবুজ বনায়নের ঢেউ। বাগান পরিচর্যায় অসংখ্য লোকের প্রয়োজন হওয়ায় বাড়ছে ব্যাপক কর্মসংস্থান। ২৫০ জন শ্রমিকের নিরলস পরিশ্রমে ফলজ, বনজ, ঔষধি এবং বিরল প্রজাতির সারি সারি বৃক্ষরাজিতে ন্যাড়া পাহাড়ে দেখা দিয়েছে সবুজের ঢেউ। দুটি বাগানে প্রায় ১০ হাজার আমগাছ ছাড়াও ফলজ বৃক্ষের মধ্যে জাম, কাঁঠাল, লিচু, ডালিম, বেল, পেঁপে, কুল, লেবু, তেঁতুল, জলপাই, জামরুল, পেয়ারা, মাল্টা, আপেল, আমড়া, কামরাঙ্গা এবং আমলকি সহ নানান প্রজাতির ফলজ গাছ। বাগানের এ ফল এলাকার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সাবেক ব্যাংক কর্মকর্তা খোরশেদ আলম জানান, সরকারের নানান উদ্যোগ ও পরিবেশবাদীদের শত প্রচেষ্টায় থামানো যাচ্ছে না পাহাড় দখল, কর্তন কিংবা বৃক্ষনিধন। পাহাড় আর সমুদ্রে অপরূপ উপজেলার উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্পসহ জীব-বৈচিত্র্য টিকিয়ে রাখতে সরকারী-বেসরকারী ভাবে বনায়নে রয়েছে বিশেষ গুরুত্ব। ৪নং মুরাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম জানান, বনায়ন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুরত্ব স্বল্প পরিসরের হওয়ায় দৃষ্টিনন্দন সবুজের এ ঢেউ পর্যটক ও দর্শনার্থীদের কাছে বিনোদনের বাড়তি আকর্ষণ হিসেবে পরিলক্ষিত হচ্ছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় ন্যাড়া পাহাড়ে সবুজ বনায়নে সকল‘কে এগিয়ে আসার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com