আগামী জাতীয় নির্বাচনটা নানামুখী ষড়যন্ত্রের কারণে চ্যালেঞ্জের হবে। মাননীয় প্রধান মন্ত্রীর হাত ধরে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে প্রধানমন্ত্রী শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌছে দিয়েছে। গ্রামকে শহরে রুপান্তর করেছে। মানুষের জীবন মান উন্নত হচ্ছে ঠিক তখনি একটি মহল হিংসাত্মক কর্ম কান্ড চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আমাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে। সিরাজগঞ্জে যে কয়টি সিট আছে সব সিট গুলোতে নৌকা বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিরাজগঞ্জ রোড গোলচত্তরে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের তৃনমূলের নেতা-কর্মি ও সর্বস্তরের জনগণের সাথে চা চক্র ও উঠান বৈঠকে এ কথা বলেন উল্লাপাড়ার এমপি তানভীর ইমাম।