দেশে এবার চাহিদার তুলনায় ২১ লাখের বেশি কোরবানিযোগ্য পশু আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি গতকাল বুধবার সচিবালয়ে এ তথ্য জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধে পরিবহন চলাচল নিশ্চিত করার জন্য গতকাল বুধবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা হয়।
সেই সভা শেষে এসব তথ্য জানান প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এবারের পবিত্র ঈদুল আজহায় দেশে কোরবানির জন্য পশুর চাহিদা আছে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি। আর কোরবানির জন্য দেশে
পশু আছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। এই হিসাবে এবার চাহিদার চেয়ে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি বেশি আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাটে যাতে কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। তবে রাস্তায় হাট বসানো যাবে না। এ ছাড়া ডিজিটাল হাটের মাধ্যমেও পশু বিক্রি করা যাবে।