নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা পুলিশের আয়োজনে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,আসন্ন পবিত্র ঈদুল আযহা, পশুর হাট উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক। এ সময় মতবিনিময় সভায় প্রধান অতিথি সহকারি পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গবাদি পশু ক্রয়-বিক্রয়,ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ,পুলিশের মানি স্কট সার্ভিস এবং পশুহাটের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার, ইজারাদারদের আচরণ,বাজারে শৃঙ্খলা যানজট নিরসনে পদক্ষেপ, ছিনতাই কারীদের বিষয় কঠোর ব্যবস্থা ও নজরদারি বাড়ানো সহ দায়িত্বরত সরকারি, বেসরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, সোনাইমুড়ি পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ,প, ম বাবুল বাবু, জেলা পরিষদ সদস্য ও সোনাইমুড়ি বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, পৌরসভা প্যানেল চেয়ারম্যান হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, কাউন্সিলর জে এস জাকির হোসেন লাতু, বারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম বি এসসি, যুবলীগের আহবায়ক খলিলুর রহমান, সোনািমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়াসহ সুধীজনেরা বক্তব্য রাখেন। সোনাইমুড়ী উপজেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থিত ছিলেন।