রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

চৌহালীতে বজ্রপাত থেকে বাঁচতে তাল গাছের চারা রোপণ

দাউদ রানা (চৌহালী) সিরাজগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে সিরাজগঞ্জের চৌহালীতে তাল গাছের চারা রোপন শুরু হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে এর আগেও তালগাছের চারা রোপণ করা হয়েছে। তবে, সঠিক পরিচর্যার অভাবে এর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের সহায়তায় এবছর আবার তাল গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবার চারা বড় না হওয়া পর্যন্ত দেখাশুনা করার ব্যবস্থাও করা হ”েয়। খাষকাউলিয়া ইউনিয়নে ২শ তালগাছের চারা রোপণের এই প্রকল্প সফল হলে অন্যান্য ইউনিয়নেও বাস্তবায়ন করা হবে। বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারি এ উদ্যোগের পাশাপাশি প্রতিটি বাড়িতে দুথচারটি করে তালগাছ লাগানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা। বুধবার সকালে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিম উদ্দিন মোড়ে তালগাছ রোপন কার্যক্রমে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুর রহমান ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইকবাল হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com