শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজে ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় বিষয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। (১৫ জুন) বৃৃহ¯পতিবার দুপুরে সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রী কলেজের হল রুমে উক্ত বৈঠক ও সভা অনুষ্টিত হয়। তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ও সাতকানিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে জেসমিন সোলতানার সঞ্চলনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপ¯’িত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার এমপির প্রতিনিধি ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আনম সেলিম উদ্দীন চৌধুরী। উক্ত বৈঠকে আরো উপ¯’িত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছার চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছাম্মৎ তানিয়া খাতুন, দাতা সদস্য আবদুল মন্নান, অভিভাবক সদস্য মোহাম্মদ ইসমাইল, কামাল উদ্দীন প্রমুখ।