কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বন্ধন কমিউনিটি সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে কোম্পানিটি। অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কয়েক শতাধিক কর্মী ও গ্রাহকরা যোগ দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ বিন আমান। এসময় কোম্পানীর এসিস্ট্যান্ট এজেন্সি ডাইরেক্টর রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার গোলাম মোস্তফা,এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আজিম, ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান,ব্রাঞ্চ ম্যানেজার ওবায়দুর রহমান মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার রবিউল হাসান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র কোম্পানির গৌরীপুর শাখা অফিসের ইউনিট ম্যানেজার বিল্লাল হোসেন, আক্তার হোমেন, সুরুভী আক্তার, সিনিয়র লিডার আবুল খায়ের, মেহেদী হাসান, আলামিন ভূইয়া ও রেজাউল করিমের সার্ভিক সহযোগিতায় শাখাটির উদ্বোধন হয়। বীমা কোম্পানিটি বাংলাদেশের প্রথম ইয়ারপি সফটওয়্যার দ্বারা তথ্য প্রযুক্তি নির্ভর পরিচালনার পাশাপাশি পলিসি চালু হওয়ার পূর্বে কাস্টমার কেয়ার থেকে গ্রাহকদের সাথে কথা বলে পলিসি একটিভ করা। অনলাইন মাধ্যম নগদ, বিকাশ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দ্বারা ২৪ঘন্টা প্রিমিয়াম পরিশোধ, নির্দিষ্ট ১৭টি ব্যাংক থেকে ইএফটিএনের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুবিধা। প্রিমিয়াম ও বোনাসের সময় হলে ম্যাসেজ ও কল দিয়ে গ্রাহকদের অবগত করা। পলিসি সংক্রান্ত যেকোনো তথ্য অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকেই জানতে পাড়া। মেয়াদ পূর্তির দুই মাস পূর্বে অগ্রীম চেক প্রদান করা। মেয়াদ পুর্তির দিনেই ব্যাংকের মাধ্যমে টাকা হাতে পাওয়া। তিন বছর পর থেকে সারেন্ডার ভেলুর ৮০% টাকা লোন হিসেবে উত্তোলনের সুযোগ। প্রতিবছরের লভ্যাংশ অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে দেখার সুযোগ সহ কাগজ পত্র জমা দেওয়ার মাত্র সাত দিনের মধ্যে মৃত্যুদাবী পরিশোধ করা সহ আরো নানা সুযোগ সুবিধা নিয়ে গ্রাহক সেবায় এগিয়ে রয়েছে।