এবার ঈদুল আজহা ঈদের কোরবানির হাটে আসছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ২০ মণ ওজনের কালো বাহাদুর নামের ষাঁড় গরুটি। ওই ষাঁড়টি শান্ত প্রকৃতির ও কালো রঙের হওয়ায় আদর করে এর নাম রেখেছেন কালো বাহাদুর । নামটি যেমন সুন্দর দেখতে কালো বাহাদুর খুবই সুন্দর ও আকর্ষণীয়। বিশাল আকারের কালো বাহাদুরকে দেখতে ক্রেতাসহ দূর-দূরান্ত থেকেও নানা বয়সের মানুষ প্রতিদিন আব্দুর রাজ্জাকের বাড়িতে ভীড় করছেন। কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরিপুর গ্রামের আব্দুর রাজ্জাক সখের বসেই এই কালো বাহাদুরকে তিন বছর ধরে সযতেœ লালন-পালন করছেন। কালো বাহাদুরের মালিক ও আড়ালিয়া গৌরিপুর জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক সমকালকে জানান,অনেক শখ করেই গত তিন বছর ধরে ফ্রিজিয়ান জাত এই ষাঁড়টিকে দেশীয় খাবার খাইয়ে সযতেœ বড় করে তুলেছি। খাবার হিসেবে এই ষাঁড়টির পিছনে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয় । ২০ মণ ওজনের এই ষাঁড়টি ১০ লাখ টাকায় বিক্রি হবে বলে আমি আশাবাদী। এই ষাঁড়টিকে প্রাকৃতিক উপায়ে খর, ভূসি, ভুট্টা, গম ও ঘাস খাইয়েছি। কালো বাহাদুরকে দেখতে আসা নাজিম উদ্দীন লিমন সমকালকে বলেন, গত বছরও কালো বাহাদুর ষাঁড়টিকে দেখেছি ও শুনেছি বিক্রি হয়নি। তবে এবারের কোরবানির হাঁটে বিক্রি করা হবে। তাই দেখতে এসেছি কত বড় হয়েছে কালো বাহাদুর। গতবারের চেয়ে এবার দেখতে বেশী লাগছে আমার। ভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন-২০২৩) সকাল ১১টায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারের একটি রেষ্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জিএম হিরুর সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফিজুল ইসলাম রিপন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির। সাংবাদিক ইউনিয়নের দিনাজপুরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান আতিকের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তর দিনাজপুর সংবাদদাতা অধ্যাপক সাদাকাত আলী খান, সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মানববার্তা’র বার্তা সম্পাদক মোঃ বদরুদ্দোজা বুলু প্রমূখ। সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।