রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

ফরিদপুরে কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্বোধন

ফরিদপুর বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ফরিদপুর জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় শনিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে স্থানীয় বির্সজন ঘাটে ফরিদপুরের কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বি এন সি সি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিও ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুর  শহরকে নান্দনিক সাজে সজ্জিত করার লক্ষ্যে কুমার নদ পরিস্কার – পরিচ্ছন্ন করা অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে ফরিদপুরের অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমার নদের  কচুরিপানা অপসারণ করে মৎস্যচাষ সহ নান্দনিক সাজে সজ্জিত করা হবে। উল্লেখ, কুমার নদের ১০ টি পয়েন্টে কচুরিপানা অপসারণ কর্মসূচি চলমান রয়েছে। এদিকে এ আয়োজনকে সফল করার জন্য শহরের বড় বিসর্জন ঘাট সংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। অন্যদিকে নগরকান্দায়ও এ কর্মসূচী অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদসহ বিভিন্ন ডোবা, খাল, নালা থেকে কচুরিপানা অপসারণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করে নগরকান্দা উপজেলা প্রশাসন। প্রথম দিনে কচুরিপানা অপসরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন স্তরের প্রায় দুইশতাধিক লোক অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির আওয়ামী লীগ নেতা টিপু মিয়াসহ এলাকার বিভিন্ন স্তরের জনগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com