কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির কৃতি সন্তান, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য মনজুরুর রহমান পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইনের নেতৃত্বে তাকে কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, শাহজালাল ইসলামি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট আশফাকুল হক মিঠু এফসিএ, আর্ন্তজাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোঃ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ৬ জুন ১৩৮৮তম সভায় তিনি পুবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মঞ্জুরুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা মরহুম খান বাহাদুর মোখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ^বিদ্যালয় থেকে আইন বিষয়ে ¯œাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন সফল টিপ্লান্টার ছিলেন। একই বিশ^বিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রী সম্পন্ন করা মনজুরুর রহমান বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সফল ব্যবসায়ী। তিনি ব্যাংক, ইন্স্যুরেন্স ও রপ্তানীমুখী চ শিল্পে ৫৪ বছরেরও বেশী সময় নেতৃত্ব দিয়ে আসছেন এবং বর্তমানে রেমাটি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ও তিনি লাফার্জ হোলাসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কোম্পানীজ এর নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্য।