শেরপুরে নেতা কর্মীদের নিয়ে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই শেরপুর পৌর শহর জুড়ে নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি। এছাড়াও শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন (শেরপুর ১ আসন) ইতিমধ্যে সফল গণসংযোগ করার তথ্যও পাওয়া গেছে। এবিষয়ে শ্যামলী নিউজ২৪ডট কমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক খকরপত্রকে জানান , শ্যামলী আপা দ্বাদশ সংসদ নির্বাচনে শেরপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। বিগত দিনে তিনি পৌরবাসীর জন্য অনেক কিছু দিয়েছেন। প্রতি রমযানে উনার দেওয়া ইফতার আমরা শহর ঘুরে অসহায় দুঃস্থদের মাঝে বিতরন করেছি। এছাড়াও ঈদুল ফিতরে ১৪ টি ইউনিয়নে সাবেক এমপি শ্যামলী আপার নির্দেশে পর্যায়ক্রমে ঈদ বস্ত্র বিতরন করেছি। এক কথায় শ্যামলি আপা এমপি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শেরপুর সদর উপজেলার কোন মানুষের দুঃখ দূর্দশা থাকবে না। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু খবরপত্রকে বলেন, সাবেক সংসদ সদস্য শ্যামলী আপা অনেক গুনে গুনান্বিত। একাধারে তিনি জেলা যুবলীগের সভাপতি, একজন এডভোকেট, একটি নিবন্ধিত অনলাইন পত্রিকার সম্পাদক-প্রকাশক। পাশাপাশি তিনি একজন সাবেক সংসদ সদস্য। শ্যামলি আপা একজন নিরঅহংকারী মানুষ। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের কথা ভাবেন। এরকম একজন সৎ, নিরঅহংকারী মানুষকে আমরা সদর ১ আসনের এমপি হিসেবে চাই। এব্যাপারে শেরপুর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, আমার বাবা মরহুম সেলিম রেজা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও বাবার মতোই সাধারণ মানুষের পাশে থাকতে চায়। এবার আমি সদর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি সব সময় নৌকার পক্ষে কাজ করেছে। এ অঞ্চলের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমি সব সময় এ অঞ্চলের মানুষের খোঁজ খবর রাখি। আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে, পিছিয়ে পড়া শেরপুরকে একটি আধুনিক শেরপুর হিসেবে গড়ে তুলবো।