শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা লাখো মানুষের ঢল

ওয়াসিম হোসেন (ধামরাই) ঢাকা :
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

ঢাকার ধামরাইয়ে ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রায় লাক্ষো মানুষের ঢল ও মাস ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (২০জুন) বিকেল ৫টায় সময় রথযাত্রা শুভ উদ্ধোধন করা হয়। ৯ দিন অবস্থানের পর উল্টো রথযাত্রা হবে । রথযাত্রা উৎসব ও মেলা উপলক্ষে ধামরাইয়ের হিন্দু সম্প্রদায় ব্যাপক কর্মসূচী গ্রহন করেছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে রথযাত্রা অর্থ্যাৎ মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে শুধু তাই নয় রথযাত্রার প্রতিটি প্রবেশ ধারে রাখা হয়েছে চেকিং নিরাপত্তা গেইট। সাদা পোষাকে পুলিশসহ বিপুল পরিমান নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন। আজ বিকেল জাঁকজমকপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি অনুযায়ী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বাবু নন্দ গোপাল এর সঞ্চালনায় ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস(অব) এর সভাপতিত্বে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ধামরাই উপজেলার চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রথখোলায় স্থাপিত অস্থায়ী মঞ্চে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব বেনজির আহমদ আনুষ্ঠানিকভাবে প্রতিকি রশি টানের মাধ্যমে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার উদ্বোধন করেন। এরপর আগত লাখো ভক্ত নর-নারী রশি টেনে বাবার বাড়ি থেকে যশোমাধবকে নিয়ে যায় পৌর এলাকার গোপনগরের শ্বশুরালয়ে সেখানে ৯দিন অবস্থানের পর পুনরায় বাবার বাড়িতে আনা হবে উল্টো রথযাত্রার মাধ্যমে। এদিকে মাসব্যাপি রথ মেলাকে সফল করার লক্ষে ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, পুলিশের পাশাপাশি অতিরিক্ত র‌্যাব, আনছারসহ প্রতিটি গোয়েন্দা সংস্থার সদস্য নিবির পর্যবেক্ষনে থাকবেন। যে কোন অপ্রতীকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত থাকবে আমাদের পুলিশ বাহিনী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com