কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান অতিথি জনাব মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসন, গোপালগঞ্জ। প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তথা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেককেই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে, নিজের উপর অর্পিত দায়িত্বের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কারিগরি শিক্ষার্থীদের কোয়ালিটির উপর জোর দিতে হবে। অনুষ্ঠানের সভাপতি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: মাইনুল আহসান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি গুরুত্বারোপ করে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সকল আমন্ত্রিত অতিথি ও অনুষ্ঠানের আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌ. মোহাম্মদ আইয়ুবুর রহমান, অধ্যক্ষ, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ; এ. কে. এম. শাহীদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ, গোপালগঞ্জ টি.টি.সি.; জনাব রন্টি পোদ্দার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গোপালগঞ্জ; মোঃ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ; ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।