বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

মানিকগঞ্জে পদ্মায় ৪৭টি গরু নিয়ে ট্রলারডুবি, ১৮টি জীবিত উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। শনিবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির এসব গরু বিক্রি করতে ২৪ জন ব্যবসায়ী ওই ট্রলারে করে নারায়ণগঞ্জের একটি গরু হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা গরু বেপারি খালেক মিয়া বলেন, তার ৯টি গরু ছিল। এর মধ্যে দুইটা উদ্ধার হয়েছে। বাকী ৭টির হদিস পাওয়া যাচ্ছে না। একইভাবে বেপারি, গৃহস্থ বাবলূ, ফজলু, উজ্জল, আবদুল খালেকসহ ওই ট্রলারে মোট ২৪ জন লোক ছিল। এদের সকলেই সাতরে তীরে উঠেছে। গরু বেপারি চৌহালী উপজেলার মুরাদপুরের মো. নূরুল ইসলাম বলেন ৪৭টি গরু নিয়ে তারা বিক্রির জন্য ট্রলারে করে নারায়ণগঞ্জের মগড়াপাড়া হাটে যাচ্ছিলেন। নদীতে তীব্র স্রোতের কারণে ট্রলারটি হঠাৎই ডুবে গেছে। ১৮টি গরু উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নদীতে ডুবে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পাশে নদীর তীরে যান স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম। তিনি বলেন, ট্রলারে রশি দিয়ে বেঁধে গরুগুলোকে নারায়ণগঞ্জে কোরবানি হাটে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। ট্রলারডুবির সময় ১৮টি গরুর রশি কেটে দেওয়া সম্ভব হয়েছে। গরুগুলোকে নিয়ে ব্যবসায়ীরা তীরে ভিড়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ট্রলারসহ ৩১টি গরু নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি জানিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ সেটি নদীতে ডুবে যায়, ১৮টি গরু উদ্ধার করা গেছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত থাকা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান করা গেছে। নদীর তীর থেকে সেটি প্রায় আধা কিলোমিটার দূরে বালুমাটিতে ডুবে রয়েছে। স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। স্থানীয় জেলেদের বেড় জাল দিয়ে ডুবুন্ত ট্রলারটিকে আটকানো হয়েছে। ট্রলারে থাকা২৮ গরু বাঁধা অব্সথায় রয়েছে। রশি দিয়ে বেঁধে টেনে ট্রলারটিকে তীরের কাছে আনার চেষ্টা করা হচ্ছে। তবে স্রোতের কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com