বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

জলঢাকা পৌরসভার ২০২৩ ২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে হোসেন মার্কেট সংলগ্ন মেয়রের কার্যালয়ে ৮১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ১শত ৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। বাজেটে এবার রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে সর্বমোট ৮১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ১৮৫ টাকা এবং মোট ব্যয় ৮১ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা। বাজেট উদ্ধত্ত ১৫ লাখ ১৪ হাজার ১৮৫ টাকা। এ বাজেটে আয়ের খাতে রাজস্ব আয় ৪ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ১৮৫ টাকা, উন্নয়ন আয় ৭৬ কোটি ৬৫ লাখ টাকা এবং ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ৪ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৭৬ কোটি ৬৫ লাখ টাকা। এ সময় জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে জলঢাকা পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। এছাড়া জলঢাকা পৌরসভা খ” শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নত করতে সক্ষমতা অর্জন হবে এবং যানজট নিরসনকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। বাজেট ঘোষনা অধিবেশনে জনগণ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর উন্নয়নমুলক চিত্র দিয়ে বুঝিয়ে দেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আলীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম,জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল হক, থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, পৌরসভার প্যানেল মেয়র রণজিৎ কুমার ও ওয়ার্ড কাউন্সিলসহ জলঢাকা বনিক সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com