রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপির নেতা কর্মীদের কাজ করতে হবে বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহুরুল ইসলাম ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নবগঠিত পরিচালনা পর্ষদের ১৫তম সভা মহানগরী জোন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের কৃতিত্ব স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব

ধলঘাটা ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্ধ সম্পন্ন

কাইছার হামিদ, মহেশখালী
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বহু প্রতিক্ষার পর আসন্ন ১৭ জুলাই ধলঘাটা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজারের মহেশখালী দ্বীপের আরেক বিচ্ছিন্ন দ্বীপ ২নং ধলঘাটা ইউনিয়নের দীর্ঘ ৮ বছর পর নির্বাচন তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিমলেন্দু কিশোর পাল। ২৬ জুন সোমবার বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন। উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম। উক্ত প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশক বক্তব্য প্রধান করেন তাঁরা। ইউনিয়নটি বহুবছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খুশিতে প্রার্থীর সমর্থকেরা তফশীল ঘোষণার পর থেকে প্রচার প্রচারণায় চালালেও এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ধলঘাটার প্রথম নারী প্রার্থী নাসিমা বেগম (রজনীগন্ধা), বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান (মোটরসাইকেল), আ’লীগের মনোনীত আহছান উল্লাহ বাচ্ছু (নৌকা) স্বতন্ত্রপ্রার্থী আব্দুল মজিদ কোং (ঘোড়া), কামাল উদ্দীন (চশমা) মার্কা। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলন। তৎমধ্যে ১জন বাতিল হয়। ওইদিন ৯জন চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দিলেও ম্লু প্রতিদ্বন্দ্বিতায় থাকবে উল্লেখিত কয়জন। এমনটা ভাষ্য সাধারণ ভোটারের। এছাড়া সংরক্ষিত সদস্য মোট ১৯ জন। সাধারণ সদস্য মোট ৪৪জনকে প্রতীক বরাদ্ধ দেন নির্বাচন অফিসার। উল্লেথ্য, ইউনিয়নটিতে মোটা ভোটার সংখ্যা ৯৮৯৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫৪১৪ জন। মহেশখালী উপজেলা নির্বাচনী অফিসার বিমলেন্দু কিশোল পাল জানান, কোন ধরণের আইনী জটিলতা না থাকলে যথাসময়ে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com