মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

বেকারত্ব দূরীকরণে পলিটেকনিকের শিক্ষার গুরুত্ব অপরিহার্য

দেলোয়ার হোসেন রশিদী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে মতবিনিময়কালে জিয়াউল হক চৌধুরী বাবুল

দেশের বেকারত্ব দূরীকরণে পলিটেকনিকের শিক্ষার গুরুত্ব অপরিহার্য। এই মফস্বল এলাকায় আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বেকারত্ব দূরীকরণে মহান কর্মসূজন সৃষ্টি এবং সরকারের বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে এই বিদ্যাপিঠ। গত ৩০ জুন জুম্মাবার বিকেলে উপজেলা আধুনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে মতবিনিময় ও এর পূর্ণমিলনী অনুষ্ঠানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনাব নুরুল ইসলাম সাহেব দক্ষিণ চট্টগ্রামের এক বড় নিয়ামত। আমাদের এলাকায় ধন-সম্পদ ওয়ালা লোকের অভাব নেই। তার মত ক্লিন দানবীর ও সমাজসেবক ব্যাক্তি দ্বিতীয় একজন আছে বলে আমার মনে হয় না। লোহাগাড়ায় মসজিদ-মাদ্রাসা, হাসপাতাল এর প্রতিষ্ঠাতা এবং অসংখ্য অসহায় জনসাধারণের বসতবাড়ি তৈরি করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় বড়ুয়া, লোহাগাড়া আধুনগর মৌলানা ইয়াকুব ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বিশেষজ্ঞ ডাক্তার আলহাজ্ব মাহামুদুর রহমান, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিদুয়ানুল হক সুজন। উপস্থিত ছিলেন, সাতকানিয়ার বিশিষ্ট সৌদি প্রবাসী আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব (কোটিপতি আয়ুব), চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট’র সাবেক প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউনুছ, লোহাগাড়া লায়লা হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ মনজুর আলম, ব্যবসায়ী নুরুল কবির চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন ও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ শতাধিক শিক্ষা বান্ধব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com