মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
বিশেষ সিএসআর তহবিলের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের বোর্ড সভা  ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?

‘হাওর এলাকা যেন রাষ্ট্রের মধ্যেই আরেকটি রাষ্ট্র’

কিশোরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এ তিন উপজেলার হাওর এলাকার মানুষ বিগত ১০ বছর ধরে নিজ বাসভুমে এক প্রকার জিম্মি অবস্থায় পরাধীন জীবন-যাপন করছেন। গায়েবী মামলা, অত্যাচার ও নির্যাতনে জর্জরিত বিএনপির নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ পর্যন্ত জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে হাওর এলাকাকে এক আতংকের জনপদে পরিণত করা হয়েছে। গণসংযোগ, পথসভায় বাধা, হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে তিনি আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। গত ১ জুলাই অষ্টগ্রামে বিএনপির গণমিছিলে পুলিশসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা চালানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হামলার সময় বিএনপির ছয়জন নেতা-কর্মী আটকসহ পরে গায়েবি মামলা দায়র করে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রতি ইঙ্গিত করে বলেন, উনার কারণে অত্যাচার ও নির্যাতনের কারণে হাওর এলাকা যেন রাষ্ট্রের মধ্যেই আরেকটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি হচ্ছে একটি পরিবার। প্রশাসনযন্ত্র থেকে শুরু করে সবকিছুই পরিবারটির নিয়ন্ত্রনে। অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা-কর্মীদের নামে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ মোঃ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com