মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

চকরিয়ার ডুলাহাজারায় দেশীয় অস্ত্রসহ আটক ১

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র,গুলি,রাম দা ও কিরিচসহ মোঃ রেজাউল করিম জনি (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৪ জুলাই) ২০২৩ ভোরসকাল পৌনে ৫টার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল করিম জনি(২৬) ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডাক বাংলোপাড়া সাকিনস্থ গ্রামে আবদুল গনির ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজীব কুমার সরকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলা ডুলাহাজারা ইউনিয়নে ৫নং ওয়ার্ড রেজাউল করিম জনি’র বসতবাড়িতে মাদক ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে ভোরসকালে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলাম সারোয়ারসহ একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে রেজাউল করিম জনিকে আটক করেন। এ সময় আটককৃত স্বীকারোক্তিমতে তার বসতবাড়িতে তল্লাশি করে ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী (এলজি) বন্দুক, ১টি স্টিলের তৈরী তলোয়ার, ১টি স্টিলের তৈরী চাপাতি, ১ টি স্টিলের তৈরী ছোরা, ১ রাউন্ড চায়না রাইফেল এর গুলি, ১টি সবুজ রংয়ের কার্তুজ জব্দ করা হয়। জনির বৃদ্ধ পিতা অবসরপ্রাপ্ত সাবেক রেঞ্জ কর্মকর্তা আবদুল গনি বলেন, তদের ছোট ছেলে রেজাউল করিম জনি অনেক দিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে মাদক সেবন করে বাড়িতে নিজের মা-বাবা ও বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করে। গতরাতেও তার বৃদ্ধ মা আরেফা বেগম(৬২)কে মারধর করে মারাত্মক ভাবে আহত করেছে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান তিনি। গ্রেফতার জনি ওই এলাকায় মাদক ব্যবসাসহ মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকক্রমের সঙ্গে জড়িত। তার নামে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানা যায়। চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদূল জব্বার বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে ইয়াবা বিক্রিসহ সন্ত্রাসী কর্মকা- করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com