মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

বদলগাছীতে বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, এলাকায় তোলপাড়

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ :
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

নওগাঁর বদলগাছীতে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহম্মেদ ওরফে মিঠু এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিফাত আরা এর অনৈতিক কার্যকলাপের অভিযোগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, উক্ত প্রধান শিক্ষক মিঠু তাঁর অফিস কক্ষে সহকারী শিক্ষিকা রিফাত আরা এর সাথে অনৈতিক আচরণে লিপ্ত হয়। প্রায় দশ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় তারা একান্ত গোপন অভিসারে লিপ্ত। এমন ভিডিও প্রকাশের পর অভিভাবকগণ আতঙ্কিত হয়ে যান। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক অভিভাবক। এলাকাবাসীর ভাষ্যমতে আরো জানা যায়, উক্ত প্রধান শিক্ষক মিঠু ইতিপূর্বেও বেশ কিছু ছাত্রীকে কু- প্রস্তাব দিয়ে আলোচিত হয়েছিল। এসব বিষয়ে কয়েকদফা শালিসী বৈঠক ও হয়েছিল। এবিষয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন মন্তব্য পরে করব। সাধারণ সম্পাদক বদলগাছী লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক বলেন, এবিষয়টিকে ঘৃণা জানাই। যারা এসব ঘটনা ঘটান তারা বেশ শক্তিশালী। তবে তারা শিক্ষক নামের কলঙ্ক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ আ,জা,মো, সফি মাহমুদ বলেন জেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা হয়েছে, দেখা যাক তিনি কি ব্যবস্থা নেন। এছাড়াও আমি প্রধান শিক্ষককে মিটিং ডাকতে বলেছি। তিনি মিটিং না ডাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াসিউর রহমান বলেন, বিষয়টা নিয়ে জেলা কর্মকর্তার সাথে ৬ তারিখের মিটিং এ কথা বলব। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বলেন, নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। এই ঘটনা ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী সকলকে বিব্রত অবস্থায় ফেলেছে। এ ঘটনার তথ্য উদঘাটন করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি এলাকায় তথা গোটা জেলায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com