বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না : আমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। গতকাল শনিবার (৮ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বর্তমান সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিগত ২০১৩ সালে পুলিশের গুলিতে নিহত তিন শহীদ পরিবারের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন কক্সবাজার সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আব্দুল হালিম ও আবদুর রশিদ এবং পেকুয়ার ছাত্র দল নেতা শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সন্তানদেরকে এক লাখ ৬৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। এ সময় তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগ সরকার আবারো বিগত ১৪ ও ১৮ সালের মতো ভোট ডাকাতি করে এবং রাতে ভোট নিয়ে নির্বাচন করতে চায়। কিন্তু ২০২৩ সালে ১৪ ও ১৮ সাল মার্কা নির্বাচন হতে দেয়া হবে না। আগামীতে একদফার আন্দোলনের কর্মসূচি আসছে। এই ভোট ডাকাত সরকারকে হঠাতে হবে। তিনি বিএনপির সকল নেতা কর্মী ও জনগণকে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনে একদফার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রকল্প উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মো: লুৎফর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎসজীবি-বিষয়ক সম্পাদক লৎফুর রহমান কাজল, নাজিমুদ্দিন আলম, কেন্দ্রীয় নেতা ডা. পারভেজ রেজা, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও কেন্দ্রীয় সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com