মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

বরিশালে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

বরিশাল, (৮ জুলাই ) “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মান করা হচ্ছে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নতুন প্রজন্মকে উন্নত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার লক্ষ্যে নির্মান করা হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। নগরীর বান্দ রোড প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নিরলস ভাবে নির্মিত হচ্ছে এই কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এরইমধ্যে সর্বমোট প্রায় ৭১টি পাইল বসিয়ে ৬ তলা বিশিষ্ট স্কুল এন্ড কলেজ-এর একাডেমি ভবন, ৩টি ক্লাস রুম, টয়লেটসহ প্রায় ১ম তলার নির্মান কাজ সর্ম্পূন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ১ কোটি ৬০ লাখ ও দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। সর্বমোট প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্ধ দেয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ৬ তলা বিশিষ্ট কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রকল্পটি জেলা প্রশাসনের সহযোগিতায় জিওবি-এর অর্থ্যায়নে বাস্তবায়ন করছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সর্বমোট প্রায় ৯৪ শতাংশ জমি উপর নির্মান করা হচ্ছে এই কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রকল্পটি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে বাস্তবায়নাধীন প্রকল্পটি উদ্বোধন করা হয় ২০২১ সালে। বরিশাল জেলার মধ্যে একটি আদর্শ স্কুল এন্ড কলেজ হিসেবে গড়ে তুলতে মানসম্মত, আধুনিক শিক্ষার সকল প্রকার ব্যবস্থা রাখা হবে এই বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজটিতে। এদিকে, অস্থায়ী ভিত্তিতে নগরীর বটতলা পরেশ সাগর মাঠ সংলগ্ন সরকারী একটি ভবনে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম ২০১৭ সাল থেকে পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যেই কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি শিক্ষার্থী ও অবিভাকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি বর্তমানে নার্সারী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত প্রায় ১৫’শ ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির শতভাগ মাল্টিমিডিয়া (ইন্টারএকটিভ বোর্ড) ক্লাস রুমসহ সার্বিক একাডেমিক কার্যক্রম বরিশালবাসীকে আকৃষ্ট করেছে। কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি তার নিজস্ব ভবনে অতিস্বত্তর স্থানন্তর করা হলে স্কুল এন্ড কলেজটির শিক্ষা কার্যক্রম আরো বেশি তরাহ্নিত হবে। এ ব্যাপারে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (সার্কেল) নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কমকর্তা-কর্মচারীগণ জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নততর অবকাঠামো তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) সকল প্রকার শিক্ষা ব্যবস্থাকে যথাযথ গুরত্ব প্রদান করাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com