মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

হারাগাছে মাদকবিরোধী অভিযানে ২৩০ বোতল ভারতীয় ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

আয়নাল হক (স্টাফ রিপোর্টার) রংপুর :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

হারাগাছ থানা আরপিএমপি, পুলিশ কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও হিরো হাঙ্ক মোটরসাইকেল সহ আটক ১ জন। রংপুর জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত রংপুর জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় হারাগাছ থানার অফিসার ইনচার্জ এসআই(নিঃ) শ্রী সবিন চন্দ্র মাহাতো, এর নেতৃত্বে হারাগাছ থানার এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ উজ্জল হোসেন ও ফোর্সসহ মোবাইল ডিউটি করাকালীন ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আসামী মোঃ সাইফুল ইসলাম(২৭), পিতা-শহিদুল ইসলাম, মাতা-সকিনা বেগম, সাং-পূর্ব পোদ্দারপাড়া, থানা-হারাগাছ মহানগর, রংপুর ও পলাতক ০১ জন আসামী হারাগাছ থানাধীন টাংরীর বাজার হতে পোদ্দারপাড়াগামী রোডে হাঙ্ক ১৫০সিসি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার বাঘেরপুল ব্রীজ নামক স্থানে ব্রীজের উপর অবস্থান কালে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয় একই তারিখ ০৩.০০ ঘটিকার সময় বাঘেরপুল ব্রীজে আসলে মোটরসাইকেল আরোহীদের থামানোর সংকেত দিলে মোটরসাইকেল থামিয়ে চালক পালিয়ে যায় এবং মোটরসাইকেলের পিছনে থাকা ধৃত আসামীকে আটক করেন। আসামীর ডান হাতে থাকা সাদা রংয়ের বাজারের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ১৩০ (একশত ত্রিশ) বোতল এবং বাম হাতে থাকা অ্যাশ কালারের ০২ ফিতা বিশিষ্ট একটি কাপড়ের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ১০০(একশত) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। ০২টি ব্যাগ হতে সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য অনুমান ২,৩০,০০০/-(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং রেজিঃ বিহীন কালো রংয়ের ০১ টি হিরো হাঙ্ক১৫০ সিসি মোটরসাইকেল, যার মূল্য অনুমান -১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং ০৭/০৭/২০২৩ সময় রাত্রী ০৩.২৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। হারাগাছ থানার মামলা নং-০৩, তারিখ-০৭/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৪(গ)/৪১ রুজু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com