মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
বিশেষ সিএসআর তহবিলের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের বোর্ড সভা  ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৭ জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা বৃটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন আপসানা হত্যা-গণহত্যাসহ গুমের অভিযোগে ট্রাইব্যুনালে ৮০টিরও বেশি অভিযোগ ৪ মহানগর ও ৬ জেলায় কমিটি অনুমোদন বিএনপির মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল জানা যাবে কখন?

এলইডি বাল্ব বন্ধ করার পরও জ্বলতে থাকে কেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

কিছুদিন আগে পর্যন্তও হলুদ বাল্বের রমরমা ছিল। আমরা প্রায় সকলেই সেই হলুদ আলোর বাল্ব ব্যবহার করেছি। কিন্তু, হলুদ আলোর বাল্বের পরে বাজারে এলো কম ওয়াটের সিএফএল বাল্ব। এরপর কম ওয়াটের সিএফএল বাল্বের বদলে বাজার দখল করল এলইডি বাল্ব।
এই এলইডি বাল্ব এখন সবচেয়ে বেশি জনপ্রিয়- কম বিদ্যুৎও ব্যবহার করে। কিন্তু, অনেকেই লক্ষ্য করে থাকবেন যে এলইডি বন্ধ করা থাকলেও তারা পুরোটা নেভে না, একটা আলোর আভা জ্বলতে থাকে ভেতরে। কেন এলইডি বাল্ব বন্ধ করার পরও তা জ্বলতে থাকে?
সাধারণত দুটি কারণ থাকতে পারে, যার জন্য এলইডি বাল্ব বন্ধ থাকা অবস্থায়ও জ্বলতে থাকে। প্রথম কারণ হলো, সেই এলইডি বাল্ব ভালো কোয়ালিটির নয়। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের এলইডি বাল্ব রয়েছে। কিন্তু, একটি নি¤œমানের এলইডি বাল্ব বন্ধ থাকা অবস্থায়ও জ্বলতে পারে অথবা তা চকচক করতে পারে। এটি একটি খুবই সাধারণ সমস্যা।
এই ধরনের ঘটনা দেখা যায় বিশেষ করে সস্তা, নি¤œমানের এলইডি বাল্বের ক্ষেত্রে। এক্ষেত্রে তা বিদ্যুতের বিল কমাবে না, বরং বাড়াবে। কিন্তু, ভালো খবর হল যে গ্রাহকরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। কাভাবে সেই কথায় আসার আগে স্যুইচ অফ করার পরেও বাল্ব জ্বলার দ্বিতীয় কারণটা একবার দেখে নেয়া যাক।
এলইডি বাল্ব বন্ধ থাকা অবস্থায় জ্বলতে থাকার আরেকটি কারণ হতে পারে বিদ্যুৎ সার্কিট। কখনো কখনো সমস্যাটি বাল্বের সাথে নয়, বৈদ্যুতিক সার্কিটের সাথে হয়। এই ক্ষেত্রে যা ঘটে তা হলো, গ্রাহকরা যখন স্যুইচ বন্ধ করেন তখনো সেই আলো অবশিষ্ট বিদ্যুৎকে সুইচের মধ্য দিয়ে প্রবেশ করতে দেয়। নিউট্রাল তার আর্থের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত না হওয়ার কারণে এমনটা ঘটতে পারে।
বাল্বটি বন্ধ করার পরে জ্বলতে থাকা বন্ধ করার উপায়- এলইডি বাল্ব বদলে ফেলতে হবে এবং একটি ভালো ব্র্যান্ডের এলইডি ইনস্টল করতে হবে। এছাড়াও, তারের সাথে সবকিছু ঠিক আছে কি না তাও পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে গ্রাহকরা সবকিছু বুঝতে সক্ষম না হলে ইলেকট্রিশিয়ানকে কল করার পরামর্শ দেয়া হচ্ছে। কারণ তিনি গ্রাহকদের সঠিকভাবে গাইড করবেন। সূত্র : নিউজ ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com