রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে আশ্রয় মিলেছে দুই পথশিশুর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের হস্তক্ষেপে দুই পথশিশুর আশ্রয় মিলেছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি কার্যালয়ে। পথশিশুরা হলো-শিবগঞ্জ পৌরসভার স্টেডিয়াম এলাকার মৃত মিঠন ভকতের মেয়ে নন্দিনী ভকত(১৪) ও রাশি ভকত(১২)। বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসিডি রাজশাহী হেড অফিসের প্রোগ্রাম কর্মকর্তা আবদুল হান্নানের নিকট ওই দুই শিশুকে হস্তান্তর করেন নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। জানা গেছে- গেল ২১ জুন রাত পৌণে ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকায় পথশিশু রাশি ধর্ষণের শিকার হয় এবং শিবগঞ্জ থানায় একটি মামলা হয়। তবে শিশু দুইটির মা দীর্ঘদিন আগে পালিয়েছেন। তিন বছর আগে তাদের পিতা মারা গেলে তাদের চাচী সীমা ভকত দেখভাল করতেন। বিষয়টি স্থানীয় সমাজকর্মীরা উপলব্ধি করতে পারলে শিশুটিকে দ্রুত কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়। এরপর বিষয়টি মাসিক কেস কনফারেন্স সভা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভায় উথাপিত হয়। একই সঙ্গে হরিজন সম্প্রদায়ের শিশু, শিশুদের একটি নিরাপদ আশ্রয় প্রদান ও মৌলিক চাহিদা পূরণের জন্য শিশুদের এসিডি কার্যালয়ে হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তার হস্তক্ষেপে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় দুই পথশিশুকে এসিডি কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম ও শিশুর চাচী সীমা ভকতসহ সমাজকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com