সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ভিজিডি কার্ড প্রভাবশালীর মাঝে বিতরণের অভিযোগ

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হতদরিদ্র বাস্তভিটাহীন পরিবারের ভিজিডি কার্ড জব্দ করে নিয়ে প্রভাবশালীর মাঝে বিতরণের অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, কিশোরগাড়ী ইউপির ৪নং ওয়ার্ড বেঙ্গুলিয়া গ্রামের হতদরিদ্র দিনমুজর আজিজার রহমানের ছেলে লাভলু মিয়ার স্ত্রী মোরেফা আক্তারের ভিডব্লিউবি কার্ড নং-কি:১/১৪৭ বরাদ্দ হয় যথারিতি কার্ডধারী মোরেফা জানু/২৩ হতে জুন/২৩ পর্যন্ত উক্ত কার্ডে চাল উত্তোলন করে। এদিকে রহস্যজনক কারণে তার কার্ডটি ট্যাগ অফিসার জব্দ করে নেয়। অপরদিকে, গনকপাড়া গ্রামের আঃ রশিদের ছেলে শাহিন মিয়ার স্ত্রী রিনা খাতুন ২টি সন্তান নিয়ে মানুষের বাড়ীতে ঝি/চাকরানীর কাজ করে জীবন জীবিকা করে আসছিল। বসতভিটা ও জমি-জমা বলতে তার কিছুই না। সেও যথারীতি ৪ মাস চাল উত্তোলন করে। পরবর্তী মে মাসের চাল তুলতে গেলে তার কার্ডটিও জব্দ করে তাকে খালি হাতে বাড়ীতে ফেরৎ দেয়। এ অমানবিক বিষয়গুলির খবর পলাশবাড়ী প্রেসক্লাবে পৌঁছুলে কয়েকজন সাংবাদিক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বরদের সাথে নিয়ে সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে ঘটনার বাস্তবতা পাওয়া যায়। এ ব্যাপারে ওই ইউনিয়নেরর ট্যাগ অফিসার ও তদন্তকারী কর্মকর্তা সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, বিষয়টি ভুল হতে পারে। পরবর্তীতে সংশোধন করে দেয়া হবে। অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীনের সাথে কথা বললে তিনি জানান, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেয়া আছে। তদন্তকারীরা যে রিপোর্ট দিবে সেইভাবে ব্যবস্থা নেয়া হবে। ইউপি সচিব আনারুল ইসলাম জানান, ইতিমধ্যে কিছু কার্ড সংশোধন করে অপেক্ষমান তালিকায় যাদের নাম ছিল তাদের মাঝে বিতরণ করা হয়েছে। ওই কার্ড দুটির বিষয়ে আমি কিছুই জানি না। তবে কার্ডধারী ও এলাকাবাসী জানায়, প্রকৃত পাওয়ার যোগ্য এরাই। কিন্তু রহস্যজনক কারণে কিছু কার্ড এভাবে বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com