শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

ঝিনাইদহে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সমাবেশ

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও নলডাঙ্গা রাজবাড়ী পার্ক এন্ড রিসোর্টের সিইও ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সহকারী পুলিশ সুপার শ্যমল কুমার কুন্ডু, ঝিনাইদ সদর থানার ওসি সোহেল রানা,কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, নলডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সেক্রেটারী দেলোয়ার হোসেন ঝন্টু, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী কামরুজ্জামান পিপুল,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদ বিশ্বাস, ভিটশ্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি মশিয়ার রহমান, শিমুল বিশ্বাস, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন,শরিফুল ইসলাম প্রমূখ। এ সময়ে বক্তরা বলেন, একটি জাতিকে উন্নত হতে হলে শিক্ষার মান উন্নয়নের বিকল্প কিছু নাই। সন্তানদের শিক্ষার মান উন্নয়ন করত হলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষকরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিবে বাকী কাজ করতে হবে অবিভাবকদের। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্ময়ে তা করতে হবে। পরিশেষে প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও হতদরিদ্র ১৫ জন শিক্ষার্থীকে ৭৫ হাজার টাকা বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com