কেয়ার বাংলাদেশ পরিচালিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান প্রকল্প সমূহের অবহিতকরন ও মতবিনিময় সভা (১৯ জুলাই) বুধবার বিকালে বাগেহাট জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আজিজুর রহমান, জেলা প্রশাসক বাগেরহাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) শেখ মোঃ মনিরুজ্জামান। প্রধান অতিথি চলমান প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কেয়ার বাংলাদেশ ও রূপান্তরের প্রতিনিধিদের কাছে প্রকল্পের অর্থায়ন, অভিষ্ঠ জনগোষ্ঠী সম্পর্কিত বিষয়ে তথ্য জানতে চান। আবহাওয়া পরিবর্তন জনিত কারণে এই অঞ্চলের মানুষগুলোর জীবন এবং জীবিকার ক্ষেত্রে চলমান প্রকল্প গুলো কি ধরনের ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আলোচানায় হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: হাফিজ আল আসাদ, রূপান্তরের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম খোকন, কেয়ার বাংলাদেশের উপপরিচালক মৃত্যুঞ্জয় দাশ, এনজিও ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা মো: রাইসুর রহমান,এস.এম রফিকুল ইসলাম উপপরিচালক সমাজসেবা, মো: রফিকুল ইসলাম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী। সভায় সরকারী ও বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানগনসহ সুধী সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।