সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

ফরিদপুরে এলজিইডিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

নুরুল ইসলাম আনজু ফরিদপুর
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সবার আগে সুশাসন, জনসভায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে এলজিইডি জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৩ জুলাই) দুপুরে ফরিদপুর এলজিইডি’র কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ফরিদপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ। পরে এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, ঠিকাদার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র?্যালি বের করা হয়। সরকারি সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে তার বিভিন্ন ডকুমেন্টারি প্রজেক্ট এর মাধ্যমে বড় পর্দায় প্রদর্শণ করা হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় এলজিইডি’র পেইজ থেকে প্রদত্ত সেবার বিবরণ ও দৃষ্টান্তসহ বিভিন্ন তথ্য আপলোড করে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়া সেবা নিতে আসা সেবা প্রার্থীদের দিনব্যাপী হেল্প ডেক্সেয়ের মাধ্যমে সেবা প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com