বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মেলান্দহ উপজেলা শাখা”র দ্বি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী শনিবার মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সন্মেলনের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। উক্ত দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, শেখ হাসিনা জুলাই আগষ্টের গণহত্যায় ২ হাজারের মত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে পাশের দেশে পালিয়ে গেছেন। তার বিচারের মুখোমুখি হতে হবে তাঁকে ভারত থেকে এনে তাঁকে ফাঁসির দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে,আমার পিয়নের ৪০০ কোটি টাকা আছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া কে ২ কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছেন। শেখ হাসিনা আপনি যে, ইতিহাস রচনা করেছেন তা বাংলার মানুষ ভুলে যায় নাই। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন তার স্ত্রী জোবায়দা রহমান কে মিথ্যা মামলা দিয়েছেন। তারা বিশ্বজিৎ কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা এদেশের নির্বাচন ব্যবস্হাকে ধ্বংশ করে দিয়েছেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, অনুষ্ঠান সন্ঞালনা করেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী।