রাজধানীর সেগুনবাগিচায় কচি কাচা মিলনায়তনে এস আর মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত ষ্টার এ্যাওয়ার্ড এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ২২ শে জুলাই রবিবার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম,নাজিম উদ্দিন আল আযাদ, সাবেক মন্ত্রী,ধর্ম ও পানি সম্পদ মন্ত্রনালয়। উদ্ভোধক ছিলেন মোঃ জাহিদুল ইসলাম সেলিম ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধান আলোচক ছিলেন, হারুন অর রশিদ, চেয়ারম্যান এশিয়া টিভি ও এশিয়ান গ্রুপ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আরিফুজ্জামান (এম, আরিফ হাসান) ব্যাবস্থাপনা পরিচালক, ডিবি এক্সপ্রেস লিঃ এবং অভিনেতা ও সাংবাদিক। আর ও উপস্থিত ছিলেন ধামরাই ইংরেজি শিক্ষক সমিতি ও সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম রাজা। আরো অনেকে অতিথি হিসেবে উপস্থিত থেকে চমৎকার অনুষ্ঠান উপভোগ করেন। অভিনয়, নৃত্য, মডেলিং, সংগীত, সংগঠক, সাংবাদিক, সেচ্ছাসেবী ও সমাজসেবক হিসেবে বিশেষ অবদানের জন্য ৫০ জন ব্যাক্তিকে এ এ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতি সাহাব উদ্দিন ভুঁইয়া সবাইকে এ আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এম, আরিফ হাসান এ পদক পাওয়ায় নিজ এলাকা মানিকগঞ্জের সাটুরিয়ায় খুুুশির আমেজ বইছে। ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি শাজাহান সরকার ও সম্পাদক ওয়াসিম আকরাম রাজা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন উক্ত প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব এম আরিফ হাসানকে। এ ব্যাপারে আরিফ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন এ প্রাপ্তি মানিকগঞ্জ বাসী সকলের। সকলের সহযোগিতা ও উৎসাহ নিয়ে আগামী দিনে আরো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। অনুষ্ঠানের সভাপতি এবং সাহাব উদ্দিন ভুঁইয়া সহ এ আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে মানিকগঞ্জ বাসির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।