২০ মাদক ব্যবসায়ীকে কর্মসংস্থান ও পুনঃবাসন করায় চট্টগ্রাম বিভাগীয় সম্মাননা ও পুরস্কার পেয়েছেন চেয়ারম্যান বাদল। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে ২০ মাদক ব্যবসায়ীকে কর্মসংস্থান ও পুনঃবাসন করে সুপথে ফিরিয়ে এনে মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ প্রচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৩ এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিভাগীয় সম্মাননা পেয়েছেন মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল। সূত্র জানায়, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ওই ইউনিয়নের চেয়ারম্যানের প্রচেষ্টায় মাদকের কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছে বিভিন্ন বয়সের অন্তত ২০ জন। তারা এখন কৃষি, ব্যবসা ও দিনমজুরসহ নানা কর্মকা-ে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করছেন। প্রথমবার চেয়ারম্যান থাকাকালে মাদক কারবারিদের মাদক ব্যবসা ও সেবন থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করে পুরোপুরি সফল হননি মোশাররফ হোসেন বাদল। তারপরও ২য় দফায় নির্বাচনী ওয়াদা রক্ষায় চেষ্টা অব্যাহত রাখেন তিনি। দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই তার ইউনিয়নের মাদক কারবারিদের একে একে খবর দিয়ে এমনকি তাদের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ করেন। এতেও কাজ না হওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় হাতেনাতে ধরে মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দেন। গ্রেফতার হওয়া মাদক কারবারিরা কখনো জামিনে বের হলে তাদের খোঁজখবর রাখতেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল। এলাকাবাসী ও ইউপি সদস্যদের নিয়ে ছুটে যেতেন তাদের বাড়িতে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি সহযোগিতা ও কর্মসংস্থানের আশ্বাস দিতেন। কখনো ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়াতেন। এভাবে একে একে ২০ মাদক কারবারিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল। গত ২৯ নভেম্বর ২০২২ সালে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফের উপস্থিত ২০ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়। এনিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত করে মাদক বিক্রি ও সেবন বন্ধে অবদান রাখায় সত্যতা প্রমাণিত হওয়ায় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলকে স্বীকৃতি স্বরুপ সম্মাননা দেওয়ার বিষয়ে চিঠির মাধ্যমে জানানো হয়। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম হোটেল সৈকত ব্যাস্কুয়েট হল রুমে সম্মাননা দেওয়া হয়। গত রবিবার সকালে চট্টগ্রাম হোটেল সৈকত হল রুমে আয়োজিত মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন , চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল, বিজিবি বাংলাদেশ দক্ষিন পূর্ব রিজিয়নের উপ- মহাপরিচালক কর্ণেল এসএম আবুল এহসান পিবিজিএম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা উপপরিচালক আবুল হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার। এ দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম হতে পৃথক ৩টি ক্যাটাগরিতে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় মোট ১৯ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ সাহসিকতায় পুরস্কার পেয়েছেন মঙ্গলকান্দি ইউপি মোশাররফ হোসেন বাদল। প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।