ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিত কর্মকর্তা ও কর্মীগন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা ১২ টার সময় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পল্লী প্রগতি সহায়ক সমিতির দুর্নীতি অনিয়ম প্রতিরোধ নির্যাতিত কর্মকর্তা কর্মীদের অধিকার বাস্তবায়ন কমিটি। ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক ম্যানেজার জোবায়ের স্বপন তার লিখিত বক্তব্যে বলেন বর্তমান পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালিত নির্বাহী কমিটি অনিয়ম এর মাধ্যমে গঠিত হয়েছে। এই কার্য নির্বাহী পরিষদ বিলুপ্ত বা বাতিল করতে হবে এবং ফরিদপুর শহরের সুধী মহলকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, গঠনতন্ত্র পরিপন্থি ভাবে ও আত্মপক্ষের সুযোগ না দিয়ে বাতিলকৃত সকল সাধারণ পরিষদের সদস্যদের বাতিল চিঠি প্রত্যাহার করতে হবে এবং নতুন সদস্য অন্তর্ভূক্ত করতে হবে। পপসস এর গত ১২ বছরের সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম এর জন্য নিরপেক্ষ সরকারি তদন্ত কমিটি গঠন করতে হবে। নিয়ম বর্হিভুত নির্বাহী পরিচালক কুদ্দুস মোল্যা ও তার অনভিজ্ঞ ছেলে সালাউদ্দিন ইবনে কুদ্দুস বাপ্পীর অবৈধ নিয়োগ বাতিল করতে হবে । মানবতা হরনকারী পরিচালক আকরাম হোসেনকে অবিলম্বে অপসারণ করতে হবে। সমস্ত কর্মকর্তা- কর্মচারীদের দেনা-পাওনা বুঝিয়ে দিতে হবে। অন্যায় ভাবে চাকুরীচ্যুত ও পদত্যাগে বাধ্যকারীদের চাকুরীতে পুনঃবহাল করা-সহ সকল সদস্যদের জমাকৃত সঞ্চয় প্রায় ৪০ কোটি টাকা সুরক্ষা নিশ্চিত করার ও দাবি জানান সংবাদ সম্মেলনে। বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক কর্মী আলমগীর হোসেন ও পাপিয়া আমিন। এ সময় উপস্থিত ছিলেন শামসুল বারী শানু, সৈয়দ জাকির হোসেন, শ্যামল কুমার বিশ্বাস, মজিবর রহমান জামাল, মোঃ জুবায়ের, কুদ্দুস মোল্লা সহ পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।