ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই ক্রিকেট পাড়া ছমছমে হয়ে উঠে। সীমান্তের সঙ্ঘাত প্রভাব ফেলে বাইশ গজে। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা তো একেবারে বন্ধ হয়ে আছে, আইসিসির আসরগুলোতেও দেখা যায় নানা টালবাহানা। তবে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ এক পরিকল্পনা সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই দলের মধ্যকার লড়াইয়ে ভিন্ন মাত্রা আনতে চায় তারা, দর্শকদের আবেগ পুঁজি করে অ্যাশেজের মতো একটি সিরিজ আয়োজন করার প্রস্তাব রেখেছে। এমনটাই দাবি পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের।
দুই দেশের সাবেক দুই প্রধানমন্ত্রী ও স্বাধীনতা আন্দোলনের দুই অগ্রপথিক মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধীর নামে সিরিজটি আয়োজনের প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান। জাকা আশরাফের প্রস্তাবনা অনুযায়ী যার নাম হবে ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ। অ্যাশেজের অনুকরণে করা এই সিরিজ শুধুমাত্র তাদের ক্রিকেটীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে না বরং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া কূটনীতির সম্ভাবনাকেও নির্দেশ করবে বলে ধারণা করেন পিসিবি প্রধান জাকা আশরাফ। ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতাকে ক্রিকেট থেকে দূরে রাখতে পিসিবির এই পরিকল্পনা বড় ভূমিকা রাখতে পারে। আর এই সিরিজ বাস্তবায়ন হলে বেশ উপভোগ্য হয়ে উঠবে নিশ্চিতভাবেই। যদিও এই প্রস্তাবকে ভারত কিভাবে দেখে তার ওপরই নির্ভর করছে জিন্নাহ-গান্ধী সিরিজের ভবিষ্যৎ।