মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

ফরিদপুরে খালেদার জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পদযাত্রা

নুরুল ইসলাম আনজু ফরিদপুর
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ফরিদপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ ও পথযাত্রা করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় গোয়াল চামট পুরাতন বাসস্ট্যান্ডের পৌর অডিটোরিয়াম এর সামনে এসে শেষ হয়। পথযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কায়েম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,কোতোয়ালি বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাগণ অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবি জানান। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকার কে বহন করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com